মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১৭ জানুয়ারী ২০২১ :
নওগাঁর পোরশায় উপজেলা নাগরিক জোট ও ইসলামি ফাউন্ডেশন এর শিক্ষক এবং বিভিন্ন মসজিদের ইমামদের সাথে নারীর অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে এক গণতান্ত্রিক সংলাপ রোববার (১৭ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগীতায় সংলাপটি অনুষ্ঠিত হয়।
স্ট্রেনদেন্ড সিভিল সোসইটি প্রটেক্টস এ প্রমোটস্ উইমেন রাইটস প্রজেক্ট এর আওতায় এতে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক জোট গঠনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখা হয়।
ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা আহসান হাবিব, সংশ্লিষ্ট সংস্থার ট্রেনিং এ এ্যাডভোকেসি কর্মকর্তা মশিউর রহমান, ফিল্ড কর্মকর্তা ভানু রাণী সহ উপজেলা নাগরিক জোটের এইচআরডিগণ উপস্থিত ছিলেন।#