নওগাঁ ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

রাণীনগরে আরপিএর শীতবস্ত্র বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর, নওগাঁ, ১৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মধ্যে চারশ’ শীতবস্ত্র বিতরণ করেছে রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন আরপিএ। গত ১০ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার আট ইউনিয়ন থেকে মেধাবী, কর্মচঞ্চল, সু-শিক্ষিত, মেডিকেল, বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন আরপিএ বুলেট টিম নামে এই স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের স্থান হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের কোন এক শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে সেই এলাকার সুবিধা বঞ্চিতদের তালিকা প্রণয়ন করে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, আরপিএ’র প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, বুলেট টিমের সদস্যসহ শুভাকাঙ্খী অনেকেই উপস্থিত ছিলেন।#

আপলোডকারীর তথ্য

রাণীনগরে আরপিএর শীতবস্ত্র বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, সাইদুজ্জামান সাগর, রাণীনগর, নওগাঁ, ১৫ জানুয়ারী ২০২১ :

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মধ্যে চারশ’ শীতবস্ত্র বিতরণ করেছে রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন আরপিএ। গত ১০ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলার আট ইউনিয়ন থেকে মেধাবী, কর্মচঞ্চল, সু-শিক্ষিত, মেডিকেল, বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে রাণীনগর প্রসপ্যারিটি আ্যসোসিয়েশন আরপিএ বুলেট টিম নামে এই স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের স্থান হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়নের কোন এক শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে সেই এলাকার সুবিধা বঞ্চিতদের তালিকা প্রণয়ন করে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, আরপিএ’র প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, বুলেট টিমের সদস্যসহ শুভাকাঙ্খী অনেকেই উপস্থিত ছিলেন।#