মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১০ জানুয়ারী ২০২১ :
রোববার দুপুরে নওগাঁ জেলা রেজিষ্ট্রারের কার্যালয় প্রাঙ্গনে জেলা রেজিষ্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
অন্যদের মধ্যে জেলা রেজিষ্ট্রার আব্দুস সালাম, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আরিফ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৪ তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকা। গতবছর ১৫ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু করা হয়। আগামী এক বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানানো হয়।#