মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২৭ নভেম্বর ২০২০ :
শুক্রবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আমাইতাড়া মোড়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো: হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন। তিন কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নওগাঁর গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, নওগাঁর গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ বরকতুল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-সহকারি পরিচালক একেএম মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছিব্বির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মমিন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হাসান, আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#