মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ নভেম্বর ২০২০ :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নওগাঁ জেলা শাখা কালেক্টরেটে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবীতে তৃতীয় দিনের মত পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল অবস্থান নিয়ে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত একটানা কর্ম বিরতি পালন করা হয়। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
কর্ম বিরতি চলাকালে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি ইয়াছিন আলী সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি রেজানুর রহমান, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, কার্যকরী সদস্য জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবী জানান। #