মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৭ নভেম্বর ২০২০ :
মঙ্গলবার দুপুরে নওগাঁর বর্ষাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার উদ্যোগে সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার কৃষিঋণ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ ও মতবিনমিয় সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন এতে প্রধান অতিথি এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, বর্ষাইল ইউপি চেয়ারম্যান শামছুজ্জোহা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ বিভাগের ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট শফরুজ্জামান খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নর্থ বেঙ্গল রিজিওয়ান প্রধান এ.এস.এম. জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেনল ব্যাংকের নওগাঁ শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ মিল্টন।
সমাবেশে মার্কেন্টাইল ব্যাংক থেকে বর্ষাইল ইউনিয়নের ৫০ জন কৃষিঋণ গ্রহিতা কৃষক উপস্থিত ছিলেন। #