মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৭ নভেম্বর ২০২০ :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নওগাঁর মহাদেবপুরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: শাহনেয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলার ১০ টি ইউনিয়ন গ্রাম আদালতের পক্ষে প্রতিটি ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও অফিস সহকারী প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণ দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ।#