নওগাঁ ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে বায়ার ক্রপ সায়েন্সের ধানবীজ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, ইউসুফ আলী সুমন, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর :

বৃহস্পতিবার দুপুরে অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে চাষীদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ তেজ গোল্ড’ (বায়ার হাইব্রিড-৫) জাতের ধানবীজ বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক চাষীর মধ্যে এ বীজ বিতরণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড রাজশাহীর রিজিওনাল ম্যানেজার সনজিত সরকার, নওগাঁর টেরিটরি ম্যানেজার মো. রওশন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

রিজিওনাল ম্যানেজার বলেন, উচ্চ ফলনশীল এ জাতের ধান চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। এই ধানের হেক্টর প্রতি ফলন ৯টন। আর জীবনকাল ১শ’ ৪০ থেকে ১শ’ ৪৫দিন। এই ধানের চালও চিকন হয়ে থাকে।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বায়ার ক্রপ সায়েন্সের ধানবীজ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

মহাদেবপুর দর্পণ, ইউসুফ আলী সুমন, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর :

বৃহস্পতিবার দুপুরে অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে চাষীদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ তেজ গোল্ড’ (বায়ার হাইব্রিড-৫) জাতের ধানবীজ বিতরণের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক চাষীর মধ্যে এ বীজ বিতরণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড রাজশাহীর রিজিওনাল ম্যানেজার সনজিত সরকার, নওগাঁর টেরিটরি ম্যানেজার মো. রওশন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

রিজিওনাল ম্যানেজার বলেন, উচ্চ ফলনশীল এ জাতের ধান চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। এই ধানের হেক্টর প্রতি ফলন ৯টন। আর জীবনকাল ১শ’ ৪০ থেকে ১শ’ ৪৫দিন। এই ধানের চালও চিকন হয়ে থাকে।#