মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১২ নভেম্বর :
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ক্লিনিক বন্ধ ও অপর দুইটির জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব হাসান, মেডিকেল অফিসার ডা: রানাউল হক ও পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে উপজেলার সরাইগাছি মোড়ের মজিদা ক্লিনিকের ৩ হাজার টাকা জরিমানাসহ বন্ধের আদেশ, নুর ফাউন্ডেশন ক্লিনিকের ৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জন্য বন্ধের আদেশ, অব্যবস্থাপনার কারণে একতা ক্লিনিকের ৫ হাজার টাকা এবং হবির মোড় আল-মদিনা ক্লিনিকের ২ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
এছাড়া প্রাথমিকভাবে ক্লিনিক কর্তৃপক্ষদের শতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।#