মহাদেবপুর দর্পণ, বরুণ মজুমদার, মহাদেবপুর (নওগাঁ), ৩ অক্টোবর ২০১৯ :
বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর বিআরডিবি মিলনায়তনে পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে পল্লী প্রগতি প্রকল্পের চাঁন্দাশ ইউনিয়নের ৩ টি সমিতির সদস্যদের সাথে মতবিনিময়, ঋণ ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং পল্লী উন্নয়ন বোর্ড নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাসার, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার পলি, পল্লী প্রগতি প্রকল্পের সুফলভোগী মেহেদী হাসান ও উম্মে সাহারা প্রমুখ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দিন সরকার অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিথিরা গাভী পালনের জন্য পল্লী প্রগতি প্রকল্পের ৩ টি সমিতির ৬৮ জন সদস্যের মধ্যে ১২ লাখ ২১ হাজার টাকার ঋণ সহায়তা এবং প্রত্যেকের মধ্যে একটি করে জলপাই গাছের চারা বিতরণ করেন। #