
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১২ নভেম্বর ২০২০ :
বুধবার সকালে নওগাঁর পোরশা উপজেলা যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা সদরের নিতপুর দলীয় কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম সভাপতিত্ব করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি ওবাইদুল্লাহ্ শেখ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জামিল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।#