মহাদেবপুর দর্পণ, ইউসুফ আলী সুমন, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ১১ নভেম্বর ২০২০ :
বুধবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল বিএম কলেজ প্রাঙ্গনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমন বীজ (ব্রি ধান-৭১) উৎপাদন ও প্রদর্শনের উপর কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্তি উপ-পরিচালক কৃষিবিদ গোলাম ফারুক এতে প্রধান অতিথি এবং প্রকল্পের রিজিওনাল মনিটরিং ইউনিট বগুড়ার মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরু চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন।#