মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ১১ নভেম্বর ২০২০ :
বুধবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উদ্যোগে নিজস্ব মিলনায়তনে রাজস্ব বাজেটের সুফলভোগীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়।
বিআরডিবি নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাসার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন।
৩০ জন সুফলভোগী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী প্রমুখ।#