মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১১ নভেম্বর ২০২০ :
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্য দান, বঙ্গবন্ধুর পরিবার ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা, ডাকবাংলো মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, খাবার বিতরণ ও সাধারণ জনতার মধ্যে মাস্ক বিতরণের আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু সভাপতিত্ব করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি ও উপজেলা যুবলগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, সদস্য মাসুদুর রহমান মাসুদ, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, কবি আব্দুল খালেক, প্রবীণ আওয়ামী লীগ নেতা কবি ইসমাইল হোসেন, মহিলা লীগের নেত্রী রাজিয়া সুলতানা, যুবলীগ নেতা মশিউর রহমান হাজি মিঠু, মিজানুর রহমান, টগর, পলাশ, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুজ্জামান বিশ^াস জামান, যুগ্ম আহ্বায়ক মোহায়মেনুল ইসলাম দুলাল মাষ্টার, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তনু রায় প্রমুখ অংশ নেন। #