মহাদেবপুর দর্পণ, ফণী ভূষণ সরকার, মহাদেবপুর (নওগাঁ), ৩ অক্টোবর ২০১৯ :
মহাদেবপুরে যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে রাজিয়া সুলতানা আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার পলি যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলে আয়োজিত এক সমাবেশে নওগাঁ জেলা যুব মহিলা লীগের সভাপতি রেশমা খানম ৩১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা হস্তান্তর করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি খাতুন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রাজিয়া সুলতানা এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীললীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। #