নওগাঁ ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে আগাম সবজি চাষ করে দামে খুশি কৃষক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁর বদলগাছীতে আগাম শিম ও সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন চাষিরা। শীতের শুরুতে নতুন সবজির বাজারে ভাল দাম পাওয়ায় খুশিতে দিন পার করছেন তারা।

উপজেলার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পিয়াজ ৮০ থেকে ৯০ টাকা, রসুন ১শ খেকে ১৩০ টাকা, শিম ১২০ থেকে ১৪০ টাকা, মুলা ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, নতুন ফুল কপি ১ পিস ৪৫ থেকে ৫৫ টাকা, লাল শাক ৩৫ থেকে ৪০ টাকা, ঠেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৪৫ থেকে ৫৫ টাকা, বেগুন ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন, আমি ১২ কাটা জমিতে ২ হাজার ২শ ফুল কপির চারা রোপণ করেছি। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে প্রতি পিচ কপি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দামে বিক্রি করব।

কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, ১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলছি। প্রতিমণ ১ হাজার ৭শ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে পটলের গাছে পচন ধরেছে।

পুখুরিয়া গ্রামের আব্দুস সালাম বলেন, আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি। আশা করছি ১ সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রি করতে পারবো।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, বদলগাছীতে এবার প্রায় ৪৬ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। ঘোন বর্ষায় কিছু সবজির ক্ষতি হলেও বর্তমানে ভাল। ফলনও ভাল হবে বলে আশা করছি। এতে উপজেলার কৃষকরা অনেক লাভবান হবেন সবজি থেকে।#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে আগাম সবজি চাষ করে দামে খুশি কৃষক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ অক্টোবর ২০২০ :

নওগাঁর বদলগাছীতে আগাম শিম ও সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন চাষিরা। শীতের শুরুতে নতুন সবজির বাজারে ভাল দাম পাওয়ায় খুশিতে দিন পার করছেন তারা।

উপজেলার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পিয়াজ ৮০ থেকে ৯০ টাকা, রসুন ১শ খেকে ১৩০ টাকা, শিম ১২০ থেকে ১৪০ টাকা, মুলা ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৬৫ টাকা, নতুন ফুল কপি ১ পিস ৪৫ থেকে ৫৫ টাকা, লাল শাক ৩৫ থেকে ৪০ টাকা, ঠেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৪৫ থেকে ৫৫ টাকা, বেগুন ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন, আমি ১২ কাটা জমিতে ২ হাজার ২শ ফুল কপির চারা রোপণ করেছি। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে প্রতি পিচ কপি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দামে বিক্রি করব।

কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, ১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলছি। প্রতিমণ ১ হাজার ৭শ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে পটলের গাছে পচন ধরেছে।

পুখুরিয়া গ্রামের আব্দুস সালাম বলেন, আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি। আশা করছি ১ সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রি করতে পারবো।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, বদলগাছীতে এবার প্রায় ৪৬ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। ঘোন বর্ষায় কিছু সবজির ক্ষতি হলেও বর্তমানে ভাল। ফলনও ভাল হবে বলে আশা করছি। এতে উপজেলার কৃষকরা অনেক লাভবান হবেন সবজি থেকে।#