মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৮ অক্টোবর ২০২০ :
বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দোতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৪ লাখ টাকা।
এ উপলক্ষে ভূমি অফিস চত্ত্বরে আয়োজিত সমাবেশে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিফলক উন্মোচন করেন। তিনি অফিস এলাকা ঘুরে ঘুরে নির্মাণকাজ পরিদর্শন করেন।
অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আ,ত,ম আব্দুল্লাহিল বাকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, সহকারী প্রকৌশলী আরিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইব্রাহিম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন প্রমুখ তার সঙ্গে ছিলেন।#