মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৬ অক্টোবর ২০২০ :
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় র্যালীর আয়োজন করা হয়।
উপজেলা অফিসার মো: মিজানুর রহমান মিলন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীতে নেতৃত্ব দেন।
বর্ণাঢ্য র্যালীটি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদের মধ্যে র্যালীতে অংশ নেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মীর গোলাম মোস্তফা, ব্র্যাক ওয়াশ কর্মসুচীর ম্যানেজার আনোয়ার হোসেন প্রমুখ। #