মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৪ অক্টোবর ২০২০ :
বুধবার সকালে শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে মহাদেবপুর থানা প্রাঙ্গনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দীকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল ব্যাণার্জী, থানার এসআই এরশাদ আলী প্রমুখ।
বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপনের নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, উপজেলার ১০ ইউনিয়নে এবার মোট ১৪৮ টি মন্ডবে পূজা উদযাপন করা হবে। এর মধ্যে ১৭ টি অতি গুরুত্বপূর্ণ ও ৩৫ টি গুরুত্বপূর্ণ মন্ডব রয়েছে।#