
মহাদেবপুর দর্পন, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৪ অক্টোবর ২০২০ :
নওগাঁর সাপাহারে সনাতন ধর্মালম্বলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও জিআর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহা, উপজেলার ১৭টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভা শেষে উপজেলার ১৭টি পূজা মন্ডপে প্রত্যেকটিতে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। #