
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৩ অক্টোবর ২০২০ :
“দুর্যোগ ঝুকি হ্রাস সু-শাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মিজানুর রহমান মিলন সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনূকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর অরিফ প্রামানিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি জিল্লুর রহমান প্রমুখ। #