মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৩০ সেপ্টেম্বর ২০১৯ :
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্যের আলোকে জাতীয় কন্যা শিশু দিববস পালন উলেক্ষে নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ১০ টায় এ উপলক্ষে স্থানীয় শিশুদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও নাজমুল হামিদ রেজা সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার।
অন্যদের মধ্যে এসময় উপজেলা প্রকৌশলী মাহফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী, ইউএনও অফিসের অফিস সুপার সুনিল কুমার সরকার, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এতে উপস্থিত ছিলেন। #