
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৩ অক্টোবর ২০২০ :
খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার বলেছেন, কোভিড-১৯ ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে শারদীয় দূর্গাপূজার আয়োজন করতে চাই। মন্ডপে মন্ডপে আলোকসজ্জার টাকা মানব কল্যাণে ব্যয় করার অনুরোধ জানান তিনি।
মন্ত্রী মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে কোভিড-১৯ এর সাম্ভাব্য ২য় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইনামিক। মানুষ যেটা চায় তিনি সেটা করেন। ধর্ষকের বিরুদ্ধে আমরাই আন্দোলন শুরু করেছি। প্রধানমন্ত্রী নিজেই জিহাদ ঘোষনা করেছেন। তিনিই নারী আন্দোলনের ও নারী নেতৃত্বের পুরধা। তিনিই জিহাদ ঘোষনা থেকে শুরু করে আইন পাশ, নির্দেশনা দিচ্ছেন, আসামী ধরছেন এবং ইতিমধ্যে মন্ত্রী সভায় মৃত্যুদন্ড আইন পাশ করেছেন। তা কার্যকরও শুরু হয়ে গেছে।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুক এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হারুন অর রশীদ এতে সভাপতিত্ব করেন।
সভায় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবছর জেলায় ৭৪৬ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।#