মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ২০১৯ :
সোমবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা ও গণশুনানীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন জনের কাছ থেকে এলাকার সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খাঁন এবং ভাইস চেয়াম্যান ইমামুল আল হাসন তিতু ও মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আকতার এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, বদলগাছী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের র্কমকর্তা, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তি। #