
মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ১২ অক্টোবর ২০২০ :
রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
সিলিপ সরেন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকীসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আদিবাসী ক্লাবে ফুটবল উপহার দেন।#