
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১২ অক্টোবর ২০২০ :
সোমবার বেলা ১১ টায় নওগাঁর পোরশা উপজেলা কমপ্লেক্সের নির্মাণাধীন নতুন ভবনের প্রথমতলার ছাদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন।
স্
থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ছয় কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এসময় উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মামুন অর রশিদ, আব্দুছ ছবুর, কার্য-সহকারী আব্দুল মান্নান, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক প্রমুখ তার সঙ্গে ছিলেন।#