
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ অক্টোবর ২০২০ :
বিশ্ব পরিযায়ী পাখী দিবস পালন উপলক্ষে শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ডে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের যৌথ উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুঞ্জবন বিচিত্র পাখি উৎপাদন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখি গবেষক মুনসুর সরকার, হাসানপুর পাখিগ্রাম খ্যাত পরিবেশবাদী স্বেচ্ছাসেবি সংগঠন জীবন এর সভাপতি ইউনুছার রহমান হেবজুল, আলিদেওনা পাখি সংরক্ষণ কমিটির সভাপতি নির্মল বর্মণ, প্রাণ ও প্রকৃতির সভাপতি কাজী নাজমুল, জোয়ানপুর পাখি সংরক্ষণ কমিটির সভাপতি এসএম মাহফুজ আলম প্রমুখ। #