
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১০ অক্টোবর ২০২০ :
মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রকির উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলার চকআতিথা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বৃক্ষরোপণ ও বিতরণে অংশ নেন, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার, বর্ষাইল ইউপি চেয়ারম্যান সান জজ্বার খুটু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, বর্ষইল ইউনিয়ন ছাত্রলীগের নেতা ওমর ফারুক, রশিদ প্রমুখ। #