নওগাঁ ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে ধ্রুপদ ললিত একাডেমি উদ্বোধন

Spread the love

মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ২০১৯ :

শনিবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ধ্রুপদ ললিত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের আযোজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমির উদ্বোধন করেন।

পরে একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

অন্যেদের মধ্যে একাডেমির উদ্যোক্তা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফাল্গুনী চক্রবর্তী, ইংরেজির প্রভাষক উর্মিলা চক্রবর্তী, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে ধ্রুপদ ললিত একাডেমি উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, রওশন জাহান, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ২০১৯ :

শনিবার সন্ধ্যায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ধ্রুপদ ললিত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের আযোজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমির উদ্বোধন করেন।

পরে একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

অন্যেদের মধ্যে একাডেমির উদ্যোক্তা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফাল্গুনী চক্রবর্তী, ইংরেজির প্রভাষক উর্মিলা চক্রবর্তী, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #