
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৬ অক্টোবর ২০২০ :
“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন, সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#