নওগাঁ ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মজুতদারী : নিয়ামতপুরে তিন ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ অক্টোবর ২০২০ :

শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন ধানের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ধানচাল ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়া মারিয়া পেরেরা অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত ধান স্টক করার অপরাধে উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ গ্রামে অবস্হিত গুদামের মালিক আবু বক্কর সিদ্দীকের ১ লক্ষ টাকা, ডিমা গ্রামের মো: দবির উদ্দিন দুলালের ৩০ হাজার টাকা এবং একই গ্রামের মো: মোজাম্মেল হক তোতার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগামী ৭ দিনের মধ্যে স্টককরা ধান ভোক্তার উদ্দেশ্যে বাজারে ছাড়ার আদেশ দেয়া হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আমিনুল কবির এবং নিয়ামতপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

ইউএনও ব্যবসায়ীদের বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্সের শর্ত মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জা্নান। অবৈধভাবে পণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করারও আহ্বান জানানো হয়। অন্যথায় চলমান এ অভিযানে যেকোন সময় গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা! #

আপলোডকারীর তথ্য

মজুতদারী : নিয়ামতপুরে তিন ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ অক্টোবর ২০২০ :

শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন ধানের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ধানচাল ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়া মারিয়া পেরেরা অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত ধান স্টক করার অপরাধে উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ গ্রামে অবস্হিত গুদামের মালিক আবু বক্কর সিদ্দীকের ১ লক্ষ টাকা, ডিমা গ্রামের মো: দবির উদ্দিন দুলালের ৩০ হাজার টাকা এবং একই গ্রামের মো: মোজাম্মেল হক তোতার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগামী ৭ দিনের মধ্যে স্টককরা ধান ভোক্তার উদ্দেশ্যে বাজারে ছাড়ার আদেশ দেয়া হয়।

এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আমিনুল কবির এবং নিয়ামতপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

ইউএনও ব্যবসায়ীদের বিধি মোতাবেক লাইসেন্স গ্রহণ করে লাইসেন্সের শর্ত মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জা্নান। অবৈধভাবে পণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করারও আহ্বান জানানো হয়। অন্যথায় চলমান এ অভিযানে যেকোন সময় গুনতে হতে পারে মোটা অংকের জরিমানা! #