নওগাঁ ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

Spread the love

মহাদেবপু্র দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৪ অক্টোবর ২০২০ :

চলতি মৌসুমে নওগাঁর পোরশায় আমন ধানের চাষ ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধান গাছ বেশ ভাল অবস্থায় রয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়ায় কোন ব্যতিক্রম না ঘটলে ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এরমধ্যে বন্যার পানিতে ১০৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ডুবে গেছে।

তবে তুলনামুলকভাবে গতবছরের চেয়ে এবারে ধান গাছের অবস্থা ভাল রয়েছে। এ পর্যন্ত উপজেলার কোন জমির ধান গাছে তেমন কোন প্রকার রোগ বালাই দেখা যায়নি। এঅবস্থা থাকলে এবারে উপজেলায় প্রায় ১ লাখ ২৬০ মেট্রিকটনের উপরে চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান, কপালীর মোড়ের কৃষক ফজলুর রহমান, জালুয়া গ্রামের জসিম উদ্দিন, ছাওড়ের মজিবর রহমান, বারিন্দার হুমায়ন কবির, সরাইগাছি গ্রামের আব্দুল মান্নান ও পাঁচড়াই গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভাল থাকার কারণে রোপনকৃত আমন ধান গাছ সুন্দর ও সতেজ রয়েছে। প্রথমদিকে কিছু পঁচারোগ ও মুঞ্জিকাটি রোগ ধরলেও এখন তা আর নেই।

ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। কিছু দিনের মধ্যে সম্পুর্ণ এলাকার জমিতে ধানের শীষ বের হবে বলে তারা জানান। শেষ পর্যন্ত এঅবস্থা থাকলে ধানের ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এপর্যন্ত রোপন করা আমন ধানে কোন রোগ বালাই আক্রমণ করেছে বলে তারা তেমন কোন খবর পাননি। এ ব্যাপারে উপ-কৃষি কর্মকর্তাগণ শতর্ক রয়েছেন।

এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। ধান গাছ ভাল রয়েছে বলে জানান।

এরকম থাকলে এবার ধানের ভাল ফলন হবে, এতে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে আশা করছেন।#

আপলোডকারীর তথ্য

পোরশায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশের সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপু্র দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৪ অক্টোবর ২০২০ :

চলতি মৌসুমে নওগাঁর পোরশায় আমন ধানের চাষ ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধান গাছ বেশ ভাল অবস্থায় রয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়ায় কোন ব্যতিক্রম না ঘটলে ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এরমধ্যে বন্যার পানিতে ১০৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ডুবে গেছে।

তবে তুলনামুলকভাবে গতবছরের চেয়ে এবারে ধান গাছের অবস্থা ভাল রয়েছে। এ পর্যন্ত উপজেলার কোন জমির ধান গাছে তেমন কোন প্রকার রোগ বালাই দেখা যায়নি। এঅবস্থা থাকলে এবারে উপজেলায় প্রায় ১ লাখ ২৬০ মেট্রিকটনের উপরে চাল উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান, কপালীর মোড়ের কৃষক ফজলুর রহমান, জালুয়া গ্রামের জসিম উদ্দিন, ছাওড়ের মজিবর রহমান, বারিন্দার হুমায়ন কবির, সরাইগাছি গ্রামের আব্দুল মান্নান ও পাঁচড়াই গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, এ বছর আবহাওয়া কিছুটা ভাল থাকার কারণে রোপনকৃত আমন ধান গাছ সুন্দর ও সতেজ রয়েছে। প্রথমদিকে কিছু পঁচারোগ ও মুঞ্জিকাটি রোগ ধরলেও এখন তা আর নেই।

ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। কিছু দিনের মধ্যে সম্পুর্ণ এলাকার জমিতে ধানের শীষ বের হবে বলে তারা জানান। শেষ পর্যন্ত এঅবস্থা থাকলে ধানের ফলন ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এপর্যন্ত রোপন করা আমন ধানে কোন রোগ বালাই আক্রমণ করেছে বলে তারা তেমন কোন খবর পাননি। এ ব্যাপারে উপ-কৃষি কর্মকর্তাগণ শতর্ক রয়েছেন।

এছাড়াও তারা কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। ধান গাছ ভাল রয়েছে বলে জানান।

এরকম থাকলে এবার ধানের ভাল ফলন হবে, এতে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন বলে আশা করছেন।#