মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২১ সেপ্টেম্বর ২০২০ :
সোমবার দুপুরে নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ১১ টি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার নিয়ে এ ল্যাবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ এর রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তা, বিরামপুর এপিসি’র ম্যানেজার কাজল এ দ্রং, ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম প্রমুখ।#