মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২০ সেপ্টেম্বর ২০২০ :
নওগাঁ-১ (সাপাহার -পোরশা-নিয়ামতপুর) আসনের এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন আওয়ামী লীগ দেশের উন্নয়নে কখনও পিছপা হতে জানেনা। দলটি জনগণের ভাগ্যোন্নয়নে প্রশিক্ষিত একটি দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই দলের মুল দায়িত্ব। বাংলাদেশের মহানায়ক ও স্থপতি জনগণের বন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান তাঁর দলের নেতাকর্মীদের শুধু দিতে শিখিয়েছেন, কোন কিছু নিতে নয়। তাই আজ তারই যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে এক নিবেদিত প্রাণ হয়ে সারাক্ষণ নিরলস কাজ করে যাচ্ছেন।
রোববার দুপুর ২ টায় মন্ত্রী তার নির্বচনী এলাকা নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
তিনি মানুষের কল্যাণে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি মন্মথ সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বিকেল ৩টার মন্ত্রী সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় দলীয় নেতাকর্মী, কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।#