মহাদেবপুর দর্পণ, ইউসুফ আলী সুমন, স্টাফ রিপোর্টার, মহাদেবপুর (নওগাঁ), ৮ সেপ্টেম্বর ২০২০ :
সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নাবী জাতের (বিআর-২২) রোপা আমন ধানের চারা বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার বলেন, ৬৭ শতক জমি লিজ নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আপদকালীন কমিউনিটি ভিত্তিক রোপা আমন ধানের বীজ বপন করা হয়েছিল। সেখানে উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।#