
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২ সেপ্টেম্বর ২০২০ :
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচির গৃহহীনদের মাঝে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গত অর্থবছরে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলায় দু:স্থদের জন্য মোট ৪৪ টি বাড়ী নির্মাণ করা হয়েছে।
এজন্য ব্যয় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৮৪০ টাকা। সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটি সম্পন্ন করে।
সদর উপজেলায় ৭১ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা ব্যয়ে ২৪ টি ও বদলগাছী উপজেলায় ৫৯ লাখ ৯৭ হাজার ২০০ টাকা ব্যয়ে ২০ টি বাড়ী নির্মাণ করা হয়।
নিজের জমি রয়েছে, কিন্তু বাড়ী নির্মাণের সামর্থ্য নেই এমন অসচ্ছলদের বাছাই করে তাদের জমির উপর সরকারী খরচে এসব বাড়ী নির্মাণ করে দেয়া হয়।
বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়্ঘড়িয়া গ্রামের উপকারভোগি মিনা বেগম জানান, চার জনের পরিবার নিয়ে তার বসবাস করতে অনেক কস্ট সহ্য করতে হত। নতুন বাড়ী পেয়ে বৃষ্টি, রোদ এবং শীতের সময়ের বিগত দিনের বিপর্যয়ের কবল থেকে এবার রক্ষা পেয়েছেন।
বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির বলেন, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করায় তারা খুবই উপকৃত হয়েছেন।
সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের আতিয়া গ্রামের আব্দুল মান্নান বলেন, তিনি একজন হতদরিদ্র কৃষক। গ্রামের ভিটামাটিতে ৬.৫ শতক জায়গা জুড়ে তার ভাঙাচুরা বাড়ি ছিল। সরকারীভাবে বাড়ী নির্মাণ করে দেয়ায় এখন তাদের বসবাসের আর কোন সমস্যা নাই।
সদর উপজেলা নির্মাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, উপকারভোগীরা তাদের নতুন বাড়ী পেয়ে সরকারকে ধন্যবাদ দিয়েছেন।
নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দুই উপজেলায় প্রকল্পটি সময়মত বাস্তবায়ন করা হয়েছে। #