মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২ সেপ্টেম্বর ২০২০
নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা, মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ জন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার এবং ২২ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#