মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১ সেপ্টেম্বর ২০২০ :
মঙ্গলবার বেলা ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসুচী শুরু করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক তছলিম উদ্দীন সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুন নুর, যুগ্ম আহ্বায়ক ও গোয়ালা ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল, সদস্য বদিউজ্জামান মাস্টার, আবু কাহার মাস্টার, লুৎফর রহমান, বুলবুল আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানাত রেজা, আব্দুল হামিদ, মুরাদ শাহ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সোহেল রানা, রেজুওয়ান চৌধুরী প্রমুখ।
বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এতে উপস্থিত ছিলেন।#