মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ৩১ আগষ্ট ২০২০ :
সোমবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা এতো সভাপতিত্ব করেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকের মধ্যে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি করে মাসকলাইয়ের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।#