মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৫ জুলাই ২০২০ :
শনিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, দুপুর ১২ টায় উপজেলার খাজুর ইউনিয়নের নাটুয়াপাড়া আবাসন প্রকল্পের বন্যা দূর্গত ১২৯ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণে তিনি ছাড়াও অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক অতিবর্ষন ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এই আবাসন এলাকা প্লাবিত হয়ে এখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন।#