নওগাঁ ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে চার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুলাই ২০২০ :

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে, যমুনা নদীর শহররক্ষা বাঁধের আউটলেট দিয়ে পানি প্রবাহিত হয়ে এবং উজান থেকে নেমে আসা পানিতে ৪ হাজার ১৯৪ হেক্টর জমির বিভিন্ন ফসল ও বীজতলা তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবী আহ নূর আহমেদ জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলায় যমুনা ও আত্রাই নদীর পানি বেড়ে আউটলেট দিয়ে পানি প্রবেশ করে হাপানিয়া, দুবলহাটি, হাঁসাইগাড়ি, বলিহার, শিকারপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ফসলি জমির ক্ষতি হয়েছে।

এদিকে উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে রানীনগর উপজেলার খট্টেশ্বর, গোনা, মিরাট ও বড়গাছা ইউনিয়ন, ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর, আড়ানগর, জাহানপুর ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভা এলাকার অনেক জমি ডুবে গেছে।

আত্রাই উপজেলায় আত্রাই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার আটটি ইউনিয়নের সবগুলোতে ফসলের ক্ষতি হয়েছে। উজানের ঢল ও অতিবৃষ্টিতে মান্দা উপজেলায় আত্রাই নদর পৃথক চারটি স্থানে বাঁধ ভেঙ্গে তেঁতুলিয়া, বিষ্ণপুর, কালিকাপুর, কশব, কাঁশোপাড়া ও নুরুল্যাবাদ ইউনিয়ন এবং সাপাহার উপজেলায় পুনর্ভবা নদীর পানি বেড়ে স্লুইসগেইট দিয়ে পানি প্রবেশ করে শিরন্টি, আইহাই ও পাতাড়ী ইউনিয়নে বিভিন্ন ধরনের ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

এসব এলাকায় নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে তিন হাজার ৩২৯ হেক্টর জমির রোপা আউশ, ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩৭৬ হেক্টর জমির রোপা আমনের বীজতলা, ২শ হেক্টর জমির বোনা আমন, ১৪৭ হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি, ১১ হেক্টর জমির মরিচ এবং ৮১ হেক্টর জমির পাট।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে চার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে

প্রকাশের সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ২৪ জুলাই ২০২০ :

নওগাঁয় আত্রাই নদীর বাঁধ ভেঙে, যমুনা নদীর শহররক্ষা বাঁধের আউটলেট দিয়ে পানি প্রবাহিত হয়ে এবং উজান থেকে নেমে আসা পানিতে ৪ হাজার ১৯৪ হেক্টর জমির বিভিন্ন ফসল ও বীজতলা তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবী আহ নূর আহমেদ জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলায় যমুনা ও আত্রাই নদীর পানি বেড়ে আউটলেট দিয়ে পানি প্রবেশ করে হাপানিয়া, দুবলহাটি, হাঁসাইগাড়ি, বলিহার, শিকারপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ফসলি জমির ক্ষতি হয়েছে।

এদিকে উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে রানীনগর উপজেলার খট্টেশ্বর, গোনা, মিরাট ও বড়গাছা ইউনিয়ন, ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর, আড়ানগর, জাহানপুর ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভা এলাকার অনেক জমি ডুবে গেছে।

আত্রাই উপজেলায় আত্রাই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার আটটি ইউনিয়নের সবগুলোতে ফসলের ক্ষতি হয়েছে। উজানের ঢল ও অতিবৃষ্টিতে মান্দা উপজেলায় আত্রাই নদর পৃথক চারটি স্থানে বাঁধ ভেঙ্গে তেঁতুলিয়া, বিষ্ণপুর, কালিকাপুর, কশব, কাঁশোপাড়া ও নুরুল্যাবাদ ইউনিয়ন এবং সাপাহার উপজেলায় পুনর্ভবা নদীর পানি বেড়ে স্লুইসগেইট দিয়ে পানি প্রবেশ করে শিরন্টি, আইহাই ও পাতাড়ী ইউনিয়নে বিভিন্ন ধরনের ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

এসব এলাকায় নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে তিন হাজার ৩২৯ হেক্টর জমির রোপা আউশ, ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩৭৬ হেক্টর জমির রোপা আমনের বীজতলা, ২শ হেক্টর জমির বোনা আমন, ১৪৭ হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি, ১১ হেক্টর জমির মরিচ এবং ৮১ হেক্টর জমির পাট।#