মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ জুলাই ২০২০ :
মঙ্গলবার দুপুরে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনে দাবিতে নওগাঁ নাগরিক কমিটির উদ্যোগে স্মারক লিপি পেশ করা হয়েছে।
জেলায় করোনা পরীক্ষার জন্য সিভিল সার্জন ডা আ: ম: আখতারুজ্জামান এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এই স্মারকলিপি প্রদান করেন নওগাঁ নাগরিক কমিটির আহবায়ক ও নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. ফজলে বাব্বী বকু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সদস্য সচিব এ্যাডভোকেট সরদার সালাহউদ্দীন মিন্টু, যুগ্ম সদস্য সচিব নজমুল হক মন্টু, সদস্য মোল্লা মোতাহারুল ইসলাম প্রমুখ। #