নওগাঁ ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২১ জুলাই ২০২০ :

নওগাঁর আত্রাইয়ে প্রবল বর্ষণ ও ঢলের পানিতে বিধ্বস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো গ্রামবাসী।

গত কয়েক দিন আগে আকষ্মিকভাবে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রায় ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানির গতিবেগ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়ি বাঁধসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। একই সাথে আত্রাই থেকে ভরতেঁতুলিয়া হয়ে কাশিয়াবাড়ি পর্যন্ত রাস্তা ডুবে বন্যা কবলিত হয়ে যায় তেঁতুলিয়া গ্রাম।

কাশিয়াবাড়ি ও তেঁতুলিয়া গ্রামের হাজার হাজার লোকজনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্যায় ভেঙে যাওয়ায় চলাচলে তারা চরম দূর্ভোগের শিকার হন। বন্যার পানি রাস্তা থেকে নেমে গেলেও রাস্তার ভাঙনস্থল মেরামত না করায় চরম দূর্ভোগ পোহাতে হয় ভরতেঁতুলিয়া গ্রামবাসীদের। আত্রাই রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এ গ্রামবাসীদের চলাচলের বিকল্প কোন রাস্তা না থাকায় তাদের দূর্ভোগ আরো বেড়ে যায়। এমন কি গ্রামের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নেয়াও সম্ভব হচ্ছিল না। তা ওই গ্রামের লোকজন স্বোচ্ছাশ্রমেই রাস্তাটি সংস্কার করছেন।

আত্রাই মাছ বাজার আড়ৎদার সমবায় সমিতির সভাপতি ও ভরতেঁতুলিয়া গ্রামের বাসিন্দা বাবলু আকন্দ বলেন, যুগ যুগ থেকে আমরা অবহেলিত। নদীর ধারের গ্রাম হিসেবে গ্রামকে রক্ষা করার টেকসই কোন ব্যবস্থা নেই। আত্রাই রেলওয়ে স্টেশন এবং উপজেলা সদরের খুব কাছের গ্রাম হলেও স্বাধীনতার পর থেকে পাকা রাস্তা নির্মিত হয়নি। ফলে প্রায় প্রতি বছরেই নদীর পানি বৃদ্ধি পেলেই আমাদের রাস্তা ডুবে ভেঙে যায়। এবারেও বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ায় আমরা চরম দূর্ভোগের শিকার হই। যেহেতু আমাদের গ্রামবাসীর বের হওয়ার আর কোন রাস্তা নেই তাই আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে বলেছিলাম। সরকারী কোন সাড়া না পাওয়ায় রেবাবর থেকে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমেই রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছি।

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

প্রকাশের সময় : ০১:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২১ জুলাই ২০২০ :

নওগাঁর আত্রাইয়ে প্রবল বর্ষণ ও ঢলের পানিতে বিধ্বস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো গ্রামবাসী।

গত কয়েক দিন আগে আকষ্মিকভাবে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রায় ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানির গতিবেগ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়ি বাঁধসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। একই সাথে আত্রাই থেকে ভরতেঁতুলিয়া হয়ে কাশিয়াবাড়ি পর্যন্ত রাস্তা ডুবে বন্যা কবলিত হয়ে যায় তেঁতুলিয়া গ্রাম।

কাশিয়াবাড়ি ও তেঁতুলিয়া গ্রামের হাজার হাজার লোকজনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্যায় ভেঙে যাওয়ায় চলাচলে তারা চরম দূর্ভোগের শিকার হন। বন্যার পানি রাস্তা থেকে নেমে গেলেও রাস্তার ভাঙনস্থল মেরামত না করায় চরম দূর্ভোগ পোহাতে হয় ভরতেঁতুলিয়া গ্রামবাসীদের। আত্রাই রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এ গ্রামবাসীদের চলাচলের বিকল্প কোন রাস্তা না থাকায় তাদের দূর্ভোগ আরো বেড়ে যায়। এমন কি গ্রামের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নেয়াও সম্ভব হচ্ছিল না। তা ওই গ্রামের লোকজন স্বোচ্ছাশ্রমেই রাস্তাটি সংস্কার করছেন।

আত্রাই মাছ বাজার আড়ৎদার সমবায় সমিতির সভাপতি ও ভরতেঁতুলিয়া গ্রামের বাসিন্দা বাবলু আকন্দ বলেন, যুগ যুগ থেকে আমরা অবহেলিত। নদীর ধারের গ্রাম হিসেবে গ্রামকে রক্ষা করার টেকসই কোন ব্যবস্থা নেই। আত্রাই রেলওয়ে স্টেশন এবং উপজেলা সদরের খুব কাছের গ্রাম হলেও স্বাধীনতার পর থেকে পাকা রাস্তা নির্মিত হয়নি। ফলে প্রায় প্রতি বছরেই নদীর পানি বৃদ্ধি পেলেই আমাদের রাস্তা ডুবে ভেঙে যায়। এবারেও বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ায় আমরা চরম দূর্ভোগের শিকার হই। যেহেতু আমাদের গ্রামবাসীর বের হওয়ার আর কোন রাস্তা নেই তাই আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে বলেছিলাম। সরকারী কোন সাড়া না পাওয়ায় রেবাবর থেকে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমেই রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছি।