মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
সদ্য সমাপ্ত নির্বাচনী পরীার ফলাফল পরবর্তী লেখাপড়ার ধারাবাহিকতা রা এবং আসন্ন এসএসসি পরীার প্রস্তুতি হিসাবে শনিবারর সকালে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: এবাদুর রহমান এবাদ এতে প্রধান অতিথি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফ মোরর্শেদ মিশু ও আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্য হেলাল উদ্দিন, আত্রাই মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শানজিদা আহম্মেদ শশীর মা সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, অভিভাবক বছির উদ্দিন, কেরামত আলী, শিক সোহেল রানা, নিলুফা ইয়াছমিন, উম্মে আমারা মুক্তা, আশরাফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোর্শেদ আলম।
ইউএনও বলেন, শিক, শিার্থী, অভিভাবক এই ত্রিমাত্রিক সম্পর্ক ছাড়া পরীায় সাফল্য অর্জন করা কোন শিার্থীর পে সম্ভব নয়। নির্বাচনী পরীা পরবর্তী তিনটি মাস প্রাতিষ্ঠানিক বিশেষ কাসে শিার্থীদের অংশ অংশগ্রহণে অভিভাবকরা সম্মতি প্রদান সহ শ্রেণী শিক ও বিষয় শিকদের নিয়মিত সমন্বয়ের মাধ্যমে সন্মানিত অভিভাবকরা বরাবরের মতই সহযোগি থাকলে পরীায় গোল্ডেল ও এ প্লাসসহ শতভাগ সাফল্য অর্জন মোটেও অসাধ্য নয়। প্রত্যাশিত ফলাফল অর্জনের ল্েয অভিভাবকের আন্তরিক সহযোগিতা বরাবরের মতোই আশা করা যাচ্ছে। #