মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ জুলাই ২০২০ :
নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হামিদ রেজাসহ নতুন করে আরো ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩৯ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ডা: মঞ্জুর-এ মোর্শেদ সাংবাদিককে জানান, সোমবার (২০ জুলাই) রাতে আইইডিসিআর থেকে ১৬ ও ১৮ তারিখের ২০১টি নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে পোরশার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ১২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে হোম আইসোলেশন ও হাসপাতালে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নঁওগা সদর উপজেলার ২১ জন, সাপাহারে ১০ জন, পোরশার নির্বাহী কর্মকর্তাসহ ৯ জন, নিয়ামতপুরে ৯ জন, বদলগাছীতে ৪ জন, মহাদেবপুরে ৩ জন, পত্নীতলায় ২ জন এবং মান্দায় ২ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯১ জন। আর মৃত্যুবরণ করেছেন মোট ১৩ জন।