মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, ধামইরহাট (নওগাঁ), ২৯ সেপ্টেম্বর ২০১৯ :
শনিবার বেলা ১১ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ১ম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মো: আজাহার আলী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, ঠিকাদার আব্দুল মজিদ, ইউপি সদস্য ওবায়দুল ইসলাম, মহিলা সদস্য কোহিনুর বেগম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী জানান, নির্মিতব্য নতুন এই ইউপি ভবনের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ টাকা। #