মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র ষ্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৫ জুন ২০২০ :
সোমবার সকালে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নিজস্ব মিলনায়তনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে চেম্বারের পরিচালকবৃন্দের সাথে জেলার ২৪ টি ব্যবসায়ী প্রতিনিধিদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলার ২৪ টি সংগঠনের সভাপতি ও সম্পাদক অংশ নেন।
চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক মোতাহার হোসেন পলাশ, পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল, পরিচালক সাজেদুল আলম লালটু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ধান্য চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরোদ বরন সাহা চন্দন, জেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি আতাউর রহমান খোকা, বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি আবু সাঈদ রাজু, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। #