মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১৪ জুন ২০২০ :
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোকাহত হয়ে পড়েছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতাকর্মি ও সমর্থকরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মো: আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় তারা উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সফল বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের মৃত্যুর পর মোহাম্মদ নাসিম ছিলেন উত্তরবঙ্গের অভিভাবক। তাঁর বিচরণ ছিল উত্তরের প্রতিটি জেলায়। সব সময় তিনি দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে দলকে শক্তিশালী করে গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গের মানুষ যোগ্য অভিভাবক হারালো।
আমরা আমাদের আরেকজন অভিভাবককে হারালাম। আজ যে শুন্যতা সৃষ্টি হলো তা কখনই পূরণ হবার নয়। মরহুম নাসিমের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।#