মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, নওগাঁ, ১৪ জুন ২০২০ :
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি এলাকার নানান উন্নয়নের বিষয় উল্লেখ করে এসব তুলে ধরারও আহ্বান জানান।
এমপি গত শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছীতে প্রেসক্লাব বদলগাছীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে এ আহ্বান জানান।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনা, উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, বদলগাছী ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে “প্রেসক্লাব বদলগাছী’র সুনাম রয়েছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বদলগাছী উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
“প্রেসক্লাব বদলগাছী’র সকল সদস্য এতে উপস্থিত ছিলেন। #