মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ), ২২ মে ২০২০ :
বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট তার বাগানবাড়ীস্থ বাসভবনে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ শতাধিক দু:স্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী সেমাই, চিনি, চাল, ডাল ও দুধ বিতরণ করেছেন।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রিয়াছাৎ হায়দার টগর, সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, মহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল, জেলা যুবদলের সহশিা বিষয়ক সম্পাদক গোলাম ইয়াজদানী শাম্মী, উপজেলা যুবদলের সহ-সভাপতি কাজী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, যুবনেতা মোরশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম হান্নান, সদস্য হামিদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, ছাত্রনেতা হিরন আহম্মেদ, সামিউল ইসলাম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, সোহেল রানা তোতা, নাজমুল হাসান প্রমুখ উপস্থিত থেকে এসব বিতরণ করেন। #